এখনও কি শ্রাবণ মাস, কত তারিখ?
কেউ জানো কি?
নাকি শ্রাবণ নয়, ভাদ্র নয়, নয় আশ্বিন এখন;
তবে কেন শ্রাবণ আমার অস্তিত্ব জুড়ে?
কেন আমার হৃদয়পুরে বৃষ্টির জল তোমার
উদাসী আঙিনায় ঝরে পড়ে?
তোমার প্রান্তর জুড়ে চৈত্রের নিদাঘ
তোমার প্রান্তর জুড়ে খা-খা রোদ্দুর
তোমার প্রান্তর জুড়ে মরুভূমির বালিয়াড়ি
আর তুমি তৃষার্ত চাতক
বৃষ্টিহীন পুড়ে যাচ্ছো, পুড়ে যাচ্ছো! আর আমি
তোমার নিষিদ্ধ আঙিনায়
অসহায় পাতক!
আমি তোমার জন্য এক আকাশ শ্রাবণের
মেঘ পাঠালাম, তুমি সিক্ত হও-সিক্ত হও
হাত বাড়াও, নদী তোমার ডাকেছ দেখো
শিয়রে দেখো সাগর সঙ্গম!
বাসস, ঢাকা
২০ সেপ্টেম্বর, ২০১৭