আমার জন্যেই তোর তেত্রিশ বছর মিথ্যে হয়েছে!
আমার জন্যেই অর্ধেক জীবন অঙ্কুরে বিনষ্ট তোর!
আমার জন্যেই দুঃস্বপ্নে কাটে রাত! তবে কেন তুই
পথ আগলে দাঁড়িয়ে থাকিস অমন মলিন মুখে?
প্রতারকের মুখে ঝামা ঘসে দিতে পারিস না তুই?
মিথ্যুকের মুখে ছাই দিতে করুণা কেন অহেতুক?
বেহেড মাতালের জন্য দরজা খুলে বসে থাকিস কেন
মধ্য রাতে দিনের পর রাত- বছরের পর বছর ধরে!
বদ্ধ ঘরের সবগুলো অর্গল খুলে বেরিয়ে পড় এখনই;
তোর জন্যই কোজাগরী চাঁদ ঝুলে থাকে আসমানে
তোর জন্যেই সাত সমুদ্র তের নদী উত্তাল জোয়ারে
রৌদ্রস্লানে সূচিতায় এতোটা গাফেলতি কেন তবে?
যা ইচ্ছে তাই করতে পারিস, বলতে পারিস নিদ্বির্ধায়।
আমার সব কথা জমা আছে চোখের জলের অভিধানে
নতুন করে ভালোবাসি বলে উপহাসের পাত্র হতে
সায় দেয় না মন, তাই নিশ্চুপ থাকার সংকল্প এখন।
এখন আর কোন কথা নয়, মৌনতার সময় এখন
শুধু একটি কথা বাতাসে বেগে ধায়-
ভালো থাকিস, ভালো থাকিস তুই বাকিটা জীবন!
২১ জানুয়ারি, ২০১৬
বাসস, ঢাকা