শশী ডুবন্ত, রজনী ক্লান্ত।
অম্বর বুকে নিয়ে উত্তপ্ত, নিবে যায় নক্ষত্র।
রাতের জোনাকি দল ঘুমন্ত, আলোহীন বনান্ত।
মেঠো পথ শূন্য,পথিক অন্ধ।
সূর্য মেঘে ডাকন্ত,নেই কোন রৌদ্র।
মসি থামন্ত, সাদা পাতা একান্ত।
গাছের দল ঘুমন্ত, পাখির ঝাঁক উড়ন্ত।
হয়ে গেছে রাত্রি , পথিক এখন লোকান্তর প্রাপ্তি ।