আজকে গিয়ে বলবো মোরা মা-বাবাই কাছেতে,
যদি পড়ায় মন থাকে না লাগাবেন কাজেতে

শিখবো মোরা বিদ্যালয়ে এই করেছি পণ
শিক্ষাগুরু বিদ্যা দিবেন সারাটি জীবন
সোনার এ দেশ গড়বো মোবা,
পারবে না কেউ থামাতে।। ঐ
আজকে গিয়ে বলবো মোরা মা-বাবাই কাছেতে,
যদি পড়ায় মন থাকে না লাগাবেন কাজেতে

ফেলে রাখা ভালো নয় সময়ের কাজ
আজ না করিবো কাল সে তো ফাঁকি বাজ।
এমনটা করবো না মোরা,
পণ করিলাম তোমাতে।ঐ
আজকে গিয়ে বলবো মোরা মা-বাবাই কাছেতে,
যদি পড়ায় মন থাকে না লাগাবেন কাজেতে

উচ্চ শিক্ষা নিয়ে মোরা মাথায় পড়বো কটি
সোনায় পরিণত করবো আমার দেশের মাটি
সু-শিক্ষাই জাতীর মেরুদন্ড,
জানে সকল জাতীতে।ঐ
আজকে গিয়ে বলবো মোরা মা-বাবাই কাছেতে,
যদি পড়ায় মন থাকে না লাগাবেন কাজেতে

কারিগরি শিখে মোরা গড়বো কলকারখানা
কর্ম হবে হাজার লোকের রবে না যন্ত্রণা
রবে না আর দুঃখ কষ্ট
কাজ পারি যদি শিখিতে। ঐ
আজকে গিয়ে বলবো মোরা মা-বাবাই কাছেতে,
যদি পড়ায় মন থাকে না লাগাবেন কাজেতে