মন বহে যায় কেবল আমার
ঐ মদিনাতে,
মন বহে যায় কেবল আমার
নবীর রওজাতে,
দেখতে মন চায় নবীর রওজা
হৃদয় ও ভরে।।
আবু জাহেল কাফের হইয়া
দেখলো নবীকে,
উম্মাত হইয়া দেখলাম না তাই
দুঃখ মনেতে,
সদয় ভাবি, মনে প্রাণে
দেখবো দিল ভরে।।
ওয়ায়েস করনী দাঁত ভাঙ্গিল
নবীরও প্রেমে,
সর্প ধকল করলো আবু
বকরের পায়ে,
দেখবে নবীর রূপের ঝলক
এই আশা করে।।
পাহাড়ের ঐ গর্তে নবী
কাফেরের ভয়ে,
মাকরোশাতে জাল বুনিলো
গুহারও মুখে,
কবুতারে ডিম পারিলো
জালের উপরে।।