কি কথা বইলা আসলা
করলা কি জগতে?
কারে ভালো বাসার কথা
বাসলা ভালো কাকে?
একবারও কি ভাবছো তুমি..
কয়দিন আছো মর্তে।
ও মাওলা...............ও ও ও ও মাওলা
আসলা একা, এই দুনিয়ায়
সঙ্গে আর কেহ না
বিপদে পরিলা তুমি কত
কেউ তো-মার সাথী না।
একবারও কি ভাবছো তুমি..
রবে কয় দিন এই জগতে?
লেখা পড়ায়, জ্ঞানী হয়ে
চিনলানা মানুষকে
তোমারে যে করলো জ্ঞানী
খুজলা না তাহাকে ।
একবারও কি ভাবছো তুমি..
কি ছিলা আগেতে। ঐ
চুল পাকিবে, রঙ কমিবে
শক্তি হবে কম
চামড়া ঢিলা হইবে তোমার
কমতি হবে দম।
একবারও কি ভাবছো তুমি..
ফিরবা, আপন ঠিকানাতে। ঐ