কি আছে তোর একবার ভেবে দেখনা আ আ।।
কি আছে তোর একবার ভেবে দেখনা।
চোখ বুঝিলে, বুঝবি সবি,
দেখবি আলোর কণা।
ওরে, চোখ বুঝিলে, বুঝবি সবি,
দেখবি আলোর কণা আ আ।
কি আছে তোর একবার ভেবে দেখনা আ আ।।
কি আছে তোর একবার ভেবে দেখনা।
কিসের আশায় করছো বড়াই
ভাঙ্গছো লাঠি, পরের মাথায় ওরে।।
ডাক দিলে মালিক, যেতে হবেই
থাকবে না একজনা।
ওরে, ডাক দিলে মালিক, যেতে হবেই
থাকবে না একজনা আ আ।
কি আছে তোর একবার ভেবে দেখনা আ আ।।
কি আছে তোর একবার ভেবে দেখনা।
ডাকাতি আর করছো চুরি
ঘুষের টাকায়, বাড়ি-গাড়ি ওরে।।
বিপদে প-রিলে বুঝবি,
কে তোর আপনজনা ।
ওরে, বিপদে প-রিলে বুঝবি,
কে তোর আপনজনা আ আ।।
কি আছে তোর একবার ভেবে দেখনা আ আ।।
কি আছে তোর একবার ভেবে দেখনা।
মানুষ আসে, মানুষ মরে
দম ফুরালে আর না ভবে ওরে।।
হালাল পথে করো রূজি
নইলে হবে যন্ত্রণা ।
ওরে, হালাল পথে করো রূজি
নইলে হবে যন্ত্রণা আ আ।।
কি আছে তোর একবার ভেবে দেখনা আ আ।।
কি আছে তোর একবার ভেবে দেখনা।