আজকে না হয়, কালকে আমি
যাবো যে চলিয়া,
রেখে যাবো বাড়ি-গাড়ি
আসবো না আর ফিরিয়া।।
ক্ষমা চাওয়ার, সুযোগ যদি
না পাই কোন দিন
আমায় ক্ষমা করে দিবেন
মাফ করে দেন ঋণ।
হঠাৎ করে চলে যাবো
এই দুনিয়া ছাড়িয়া ।।
দাদা গেলো, বাবা গেলো
গেল কত স্বজন,
কেউ তো আর নাহি এলো
এই না ভুবন।
এই দুনিয়ার সবাই যাবে
ধরার বাঁধন ছাড়িয়া।।
বাড়ি-গাড়ি, টাকা-পয়সা
সঙ্গে যাবে না,
ক্ষমতার বড়াই করে
কিছুই হবে না।
চলে যাবো আমি একা
আসবো না আর ফিরিয়া।।
৩১ই মার্চ, ২০২১ইং