জানতেম আমি
ভালবাসা কেবলি ছলনা
কবিতার কথা অথবা লেখকের কল্পনা।
ভালবাসা বরফের ন্যায়
বাস্তবতার দহনে ক্রমশ ক্ষীণ হয়
ভালবাসা কেবলি দুরাশা
অজস্র প্রতিশ্রুতি, অন্ধ বিশ্বাসে মোড়া
অহেতুক ভরসা।
ভালবাসা দোকান- দোকানী খেলা
অসহায় ট্যান্টালুসের অপেক্ষার পালা
বিরহের দহনে হৃদয়ের অশ্রুত জ্বালা।
এখন আমিও ভালবাসি
ভালবাসার তরে অন্ধ বিশ্বাসী
এ যেন নব প্রানের স্পন্দন
মনের মাঝারে মন কিংবা
অসীমের সাথে অনন্ত বন্ধন—
যে বন্ধন মুক্ত করে দ্বার
অপার সম্ভাবনার
ভালবাসা স্বর্গ আনে
সব কিছু কাছে টানে, অদৃশ্যে জাল বোনে
অনিন্দ্য বন্ধনে।
সুন্দরের কাছে আসি
সত্যকে ভালবাসি
সত্য কখনও নির্মম , দুর্বোধ্য , দুর্লভ
তবুও তাকে করেছি আপন
সেত ভালবাসারই বন্ধন