বহুদিন পর ফিরেছে আবার, উপেন পিতৃ গৃহে
সেই ভূস্বামী (দুই বিঘা জমি) চরম যাতনা সহে ।
কী রোগে তাহার মাথা হলো ভার, এলো কবিরাজ কত ডাক্তার
উপদেশ আর বিহিত সবার, সারিবে আঘাতে যাতনা মাথার।
জমিদার ব্যাটা চুকে সব ল্যাঠা ছাড়িল এ ভুবন
তবুও জীবন থেমে নাই ক্ষণ, নেই কোন আলোড়ন।
উপেন হাসিয়া ভাবিল এবার,'এই কী বিচার মহাদেবতার?'
আমিও মানুষ নই অবতার, মনে মনে সুখ পায়।
নীড় হারা পাখি বনে বনে থাকি, প্রভু , তব চরণে দিয়েছ ঠাঁই।