(The National Aeronautics and Space Administration of Bangladesh থেকে মহাকাশে time travel এর সময় একজন নভোচারীর অনুভূতি)


সুনশান নীরবতা অতঃপর
গণনা শুরু অধঃক্রমে
চার, তিন, দুই, এক
শুভ হোক যাত্রা শূন্যে-
"নিয়ন্ত্রণ কক্ষে আসীন আমরা
ক্যাপ্টেন, তোমাকে চাই
সকল ক্যামেরা সচল থাকে যেন
সহসা সংযোগ পাই
দূরদর্শনে প্রচারিত হবে
যা কিছু চলমান
দৈনিক গুলো উৎসুক অতি    
এ কেমন অভিযান ?"

“হ্যালো, ক্যাপ্টেন আমি
নিম্নে ধরণী,    ঊর্ধ্বে ধাবমান
অদ্ভুত ওজনহীনতায় শূন্যে ভাসমান
আমি চমকিত হতবিহ্বল
নেই হেথা প্রাণ, নেই কোলাহল
আলোক - বর্ষ হিসেব দূরে
শান্ত সুনীল গোলোক 'পরে
কতো কর্মযজ্ঞ চলছে সেথায়
বিধাতা যা দেখেন , আমি দেখি তাই
ধনুকের মত পৃথিবীটা বাঁকা
তূণ পরাবো আমি , ভাবি বসে একা
পৃথিবীর কেউ নই আমি
আমি মহাশূন্যের
ধনাত্মক বা ঋণাত্মক কোন সংখ্যা ? না ,
আমি শূন্য ,
শূন্য আমার ঠিকানা ।"