চারিদিকে ঝোপঝাড়
কোথাও বিক্ষিপ্ত আঁধার
কয়েকটি সাদা বক
এক পায়ে দাঁড়িয়ে, ছড়ানো-ছিটানো
একান্তে ধ্যানমগ্ন
আঁধারেতে ক্ষীণ আলো
হঠাৎ উধাও হলো,
কতগুলো মিথ্যে আশার প্রবঞ্চনা।
ঝোপের পরে বিস্তীর্ণ ক্ষেত
অবারিত সবুজের মাঝে
একগুচ্ছ হলদে ধানের শীষ
দুলছে অবিরত,
বাতাসে শান্তির অতৃপ্ত বাণী
ছড়িয়ে দেয় দিকবিদিক
জনতার মুখে দু'মুঠো ভাতের আশায় ।
ক্ষেতের পরে
সুরঙ্গ নদী
বয়ে চলা নিরবধি
যেতে হবে ওপারে, অনাবিল আনন্দ লোকে
স্বাধীনতা ও মুক্তির প্রত্যাশায়
ভয়ংকর সুন্দরের নেশায়
হাল ধরে নৌকার মাঝি;
হঠাৎ প্রচন্ড আওয়াজ
অতঃপর দীর্ঘ নীরবতা,
আবারও পথ চলা,দুর্নিবার গতি--
সম্মুখে যাবার স্বপ্নে বিভোর
আপামর জনতা।