উত্তপ্ত প্রহরে সূর্য যখন উদ্ধত শিরে
কেটে যায় বেলা প্রচণ্ড কর্ম ভিড়ে
সকাল হতে সাঁঝে ব্যস্ত শত কাজে
পাথর সময়ে জীবনের আয়োজনে
মধ্যাহ্নের ঘণ্টা বাজে।
পড়ন্ত বিকেলে পাখিরা যেথা ফিরে
ক্লান্ত শরীরে শান্ত তিমিরে
স্বস্তি নামে ঐ আঁধারের বুক চিরে।
সূর্যোদয়ের পূর্বক্ষণে
আসে যে হেথায় সঙ্গোপনে
ঘুম থেকে উঠি তাঁর বিহনে
রাত্রি যেমন নিমগ্ন নিদ্রায়
উচাটন মন তাঁর প্রতীক্ষায়
সূর্যোদয়ের কিছুটা আগে
সে শুধু আমার অনুভবে থাকে
তৃষিত হৃদয় চাতকের ন্যায়
ডানা ঝাঁপটায় নীলাভ আভায়
নিছিদ্র নীরবতা আমাকে শেখায়
তুমি শুধু তার, আছে যা তোমার।।