এসেছি সূর্যোদয়ে
দুপুর গড়ায়ে যায় ।
কত যাত্রী আসে
কত তরনী ভাসে -
শুধু এই আসা যাওয়া ।
কূলে একা বসে আছি
বসে থাকি ঢেউ গুনি
শুনি তার সুরধ্বনি
কোথা হতে এলে ভবে
কোথায় হারিয়ে যাওয়া ?
সময় বহিয়া যায়
কাহারও দেখা না পাই
চকিতে ফিরিয়া চায়
কে যেন কহিছে মোরে
অন্তরের অন্তরতরে ----
দুর্গম গিরি লঙ্ঘিতে হবে যেতে হবে বহু দূরে
অনন্য সংকল্প পূরণে নও তুমি একা
সম্মুখে সুদীর্ঘ সড়ক বন্ধুর আঁকাবাঁকা
এখনও বহু পথ বাকী
পথিক, তুমি পথকে দিওনা ফাঁকি ।।