যখন আঘাত আসবে মনে
ধায় যেন সদা সমুখ পানে
প্রচণ্ড ঝঞ্ঝায় বজ্র চমকে
পথ খুঁজে পাই থমকে থমকে
এগিয়ে চলি যেন মাথা উঁচু করে
পথ চিনে নিতে অজানা আঁধারে ।
শঙ্কিত, উদ্ভ্রান্ত আঁখি ছল ছল
ভয়ে টলমল কেন হই বল ?
মলিন বদনে কাঁপি থর থর
ভয়কে কেবলি কুর্নিশ কর ?
বাতাসের প্রবল নিঃশ্বাস
দুমড়ে মুচড়ে দেয় অনাবিল বিশ্বাস
দিক ভুলে যাই, শুধু খাবি খাই ।
পেয়েছি কী সুখ আঁখি মুদে নিঁদে
জাগ্রত হই যেন প্রচণ্ড নিনাদে ।
নিবিড় তিমিরে আঁধারের বুক চিঁরে
সামনে এগিয়ে চল, ভয়কে ভ্রূকুটি কর।
প্রবল স্রোতে এগিয়ে যাওয়া
ঝড়ের আঘাতে , বাস্তবতার কশাঘাতে
হৃদয়ের পালে লেগেছে তীব্র হাওয়া ।
ঝড়ের শেষে শান্ত আবেশে
ক্লান্ত সমীরে জাগে শিহরণ
নিশ্চিন্তে নিভৃতে প্রশান্ত চিত্তে
নব সুরে , নব অনুরণন
ফুল-পাখি-দল-প্রজাপতি হাসে
একত্রে গাই গান একসাথে মিশে।