বহুকাল ধরে ঘুমিয়ে রয়েছি
সপ্ত-মুনির ঘুমন্ত গুহায়, কিছুটা পরিবর্তনের আশায়।
ঘুম ভেঙে দেখি—সামান্য পরিবর্তন,
তবে উল্টো পথে।
যেমনটা ভেবেছিলাম, তেমনটা ঘটেনি একদম।
চারিদিকে ছিন্নমূল দিশেহারা মানুষের হাহাকার
শ্রুতিপথে মিশে করুণ আর্তনাদ, ক্রন্দন চিৎকার।
এবার আমরা জেগে রবো
শুস্ক হাওয়ায় ভেসে
অনলের বুক চিরে, অশ্রুর কথা কবো
মাটি , পানি, বায়ু কিংবা উত্তাপে
নেই কোনো ভেদ
নেই কোনো সংশয়।
সামান্য তথ্যগত পরিবর্তন চাই
কোনো এক অঙ্কুরিত বীজে।।