কোন অদৃশ্য মায়ার ছলনে
ধন্য হয়েছি আমি, কার আহ্বানে ?
অশত্থের ঐ আড়াল ঘেঁষে
কে যেন দাঁড়ায় এসে, দেয় হাতছানি
মৃদু হাসি হেসে।
খেলে লুকোচুরি, বৃক্ষ সারি সারি
কী জানি কী কথা, বলে তরুলতা
কার আগমনে ?
দূরে বহু দুরে, মায়াবী ময়ূরাক্ষী তীরে
মন ছুটে যায় কোন কল্প মোহনায়
থাকে যেথা শুক-সারি, উদাসী মনের বাড়ী,
পরিযায়ী পথ ছেড়ে রামধনু আসে নীড়ে
ঝর্ণার যত রূপ স্নেহ-মায়া ঘিরে।
অজানা নেশায় মত্ত হয়ে ধায়
কার পথপানে, চলি আনমনে
জানিনা কী আশায় ?
সহসা যখন আপনাকে পাই
শুনি কোন বাণী দূর অজানায়
ক্ষনিকের তরে থমকে দাঁড়ায়
পেয়েছি কী তাঁকে মাটির ধরায় ?