যে বিন্দু হতে সঞ্চিত ঢেউ
সদা প্রসারিত ধাবমান
তীব্র বেগে অসীমে সে কায়া
অজানায় করিছে প্রয়াণ
কেহ নাহি জানে, কখন থামিবে কাঁপন।
শুনি সৃষ্টি ক্ষণের মহা ওঙ্কার
প্রচণ্ড নিনাদ, তীব্র ঝঙ্কার
সৃষ্টির লয় হবে সকলে শুনিবে যবে
ইস্রাফিলের সিঙ্গার ফুঁৎকার।
শব্দ মোদের করেছে সৃষ্টি, শব্দে মহাপ্রলয়
শব্দ মোদের হৃদকম্পনে, শব্দ কবিতায়--
প্রতি পংক্তিতে স্মৃতি আঁকা তার সৌষম্য অবতার
চেতনার সমুদ্রে হানিছে আঘাত স্বর্গ মর্ত্য করে একাকার।
শুনি কৃষ্ণ গহবরে পৃষ্ঠ তারকার করুণ আর্তনাদ
প্রচণ্ড গর্জনে সবকিছু এলোমেলো তটস্থ উন্মাদ
দুবাহু বাড়ায়ে টুটি চেপে ধরে নীরব অন্ধকার
তথ্য কেবলি অটুট তাহার দেহ ভেঙ্গে ছারখার---
সেথা বন্দী সকলে সময়ের জালে,
সদা হচ্ছে বিলীন একই বিন্দু তলে ।।