কোথাও যার কেউ নাই
তোমার সন্তানেরে মা'গো-- দিও তুমি ঠাই।
আরো  একটিবার হাতখানি ধর তার
শক্তি দাও তারে উঠে দাঁড়াবার
সবকিছু দিয়েছে সে, যা ছিল দেবার
হারাবার মত আর নেই কিছু তার।

নিঃস্ব সাধক যে জন মুক্ত স্বাধীন
সময় শোধিবে পাওনা যে তার
মুক্ত করিবে ঋণ।
প্রচলিত বিশ্বাস স্বার্থের  ধারণা
দৃষ্টিতে নাই তার ছাড়িয়েছে সীমানা
নির্মল প্রাণ এক জ্ঞানীগুণী বোদ্ধা
জাগ্রত মানবতা, নয় বীর যোদ্ধা  ।।


(কবিতাটি অসহায় শিক্ষক সমাজকে উৎসর্গ করছি)