ইচ্ছে ঘুড়ি উড়ছে কত মনের আঙিনায়
নিত্য ভাসে মুক্তাকাশে আপন ঠিকানায়
নিদ্রা আনে তন্দ্রা মায়া অপার ছলনায়
জেগে উঠে ভাবে সেকি স্বপ্ন বৃথায় ?
জাগরণে মনে মনে আত্মার সনে
যারা দেখে স্বপ্ন ভাবে আনমনে
দিগন্তে ভেসে যায় রুপালি আভায়
একান্তে সাধনায় তারই ছোঁয়া পায় ।
আপন করে ধর তারে স্বপন যেন নাহি হারে
স্বপ্ন হারা রিক্ত জীবন রুক্ষ উসর মরু যেমন
ফসল হারা ধুসর প্রান্ত শুষ্ক ধুলিময় ।
স্বপ্ন হারা রিক্ত জীবন, ছিন্ন পক্ষ ডানা যেমন
উড়িতে পারেনা সেত অসীম অজানায় ।