খুঁটিনাটি বিষয়াদি যজ্ঞের রাণী
ছুটোছুটি অবিরত শোনে কারো বাণী ?
সতত খেলায় রত , বড় অভিমানী ।
একেলাই থাকে ঘরে, গুগলেতে উঁকি মারে
চোখদুটো অবিরত স্বপ্নের ঘোরে--
একই ছবি দেখে দেখে , পাল্টায় থেকে থেকে---
শ্রমিকের বেদনা, প্রেমিকের ভাবনা,
গুহাবাসী মানুষের প্রাণান্ত সাধনা,
ভিনগ্রহে অধিবাসী আছে সে তা জানেনা ।
আইনের লোকগুলো হয় কেন পথভুলো
সক্রেটিস, গ্যালিলিও কিবা দোষে সাঁজা পেলো
নাজারাতে যীশু এলো, বিনা দোষে দোষী হলো
মূর্খ রাজার দল করে যায় কোন্দল।
দুরন্ত বালিকা ভেবেছিলো ভবে
যাহাকিছু উঁচুনিচু সমতল হবে
সাদা আর নীল দল, থাকবেনা কোন্দল
মহিষুর , অপসুর , বাহুবল যত
কলমের কাছে এসে হবে মাথা নত।
এখন সে বুঝিয়াছে , সব কেন হয় মিছে
ক্ষমতার কাছাকাছি সব কিছু মিছেমিছি
বড়দের নাচানাচি, খেলে তারা কানামাছি।
সত্যকে পাওয়া যায় বিবেকের আয়নায় ,
পুস্তকে, অভিধায়।।