পূর্ণ কর হৃদয়, বলিষ্ঠ চেতনায়
স্নেহ-মায়া-মমতায়।
চেতনাশূন্য তলে, ঝড় উঠে পলে পলে
ধেয়ে আসে যত দূষিত আবেগ
মিথ্যা- সংশয়- নিষ্ঠুর বেগ।
চেতনা মলিন হলে,
ভাবনার ঘোলা জলে
সহসা ভাটা এলে
দূরে সরে যায় যত প্রত্যয়
পড়ে থাকে কিছু ধুলো-বালি
আর শঙ্কা- দ্বিধা- ভয়।
মনোনীত মন পেয়েছে শরন
কতো পূজারীর ভিড়ে, প্রেমের মন্দিরে।
ফুল- পাখি- দলে কতো কথা বলে
জড়ায়ে রয়েছে সবে প্রেম-মায়া জালে
ঠাঁই করে দাও মোরে সেই আঁচলে
হারায়না যেন কভু নিঃসঙ্গ অতলে।