বরষার এলো বান, ধুপছায়া জল দান
গুড়ু গুড়ু গর্জন, এলোকেশী বর্ষণ
রিম ঝিম দেয়াতে, ছুটে মন মায়াতে
মেঘ মালা খেয়াতে, চাই শুধু হারাতে
বুনো মেঘ হরষে, দিকে দিকে বরষে
কীবা যোগে আলোড়ন, প্রেম ভরা যৌবন
কচু পাতা শিহরণ, কেঁপে উঠে তনুমন
কচি কাঁচা তরু পাতা, ফুল, ফল, তৃণলতা
কলেবরে বেড়ে চলে, নব জলে সুরে তালে
সৃষ্টির যত সুখ, উদ্দাম উন্মুখ
পড়ো জমি ভেজা ভেজা, স্নিগ্ধ সবুজে তাজা
পড়ো মন পেল ক্ষণ, ভাবনার বর্ষণ