হে বিচিত্র পহেলা বৈশাখ
লাল-নীল জামা আদুরে পোশাক
রোদেলা সকালে মেঘলা বিকেলে
গ্রাম্য মেলায়, রমনা বটমূলে,
জনতার কোলাহলে, বাদ্যের তালে
কবিতা, গান আর গল্পের ছলে
তোমাকে নিত্য তোষণের শখ।
যখন শুনি তোমার পদধ্বনি
উছলে উঠে আবেগ , অভিমানী
না জানি, তোমাকে কতটা চিনি ?
নও তুমি আধুনিকা আরাধ্য কুলীন
তোমার বদনখানি উদাসী মোহিন ।
সবুজের ছায়ে, আঁকাবাঁকা পথে
তুমি দাও দেখা একতারা হাতে
পল্লী গানে বাউলের সাথে।
হে বৈশাখী তোমার আঁকা ছবি
হয়তো সেকেলে তুচ্চকর
তবুও তুমি আপনার আপন
হওনি শহুরে স্বার্থপর
তোমারও আছে গান - একান্ত আপন
প্রলয় নাচের তালে হাওয়ার কাঁপন
তোমারও আছে বৈশাখী সুর
আছে প্রেম- ভালবাসা বিরহ বিধুর
কখনও হবেনা তা বসন্ত মধুর
তবুও তুমি তোমারি মত--
আরাধ্য, অপরূপা, সুন্দর।।