আমি একটি ফুলের নাম জানি
--শাপলা
আমি একটি পাখির গান শুনি
--দোয়েল
শিতল করেছে প্রাণ স্রোতস্বিনী বহমান
--পদ্মা-মেঘনা- যমুনা'র ধারা ধমনী।
আমার মায়ের মুখের ভাষা,
চির চেনা ধ্বনি
এই বাংলার আকাশে বাতাসে
প্রতিটি মানুষের মুখে মুখে ভাষে
শুনি তাঁর ক্রম প্রতিধ্বনি---
শুধু একটি দেশের কথা
এই মনে আছে গাঁথা
"বাংলা- আমার জন্মভূমি।"