তিন কুঁড়িতে বয়স হল যার
পূর্ণ করে অভিজ্ঞতা, সৃষ্টির সম্ভার
তোমরা সোনালি- সৌম্য- মান্যবর
তোমরা আপন নয়তো কেহ পর।
সন্ধ্যা প্রদীপ জ্বালো মোদের ঘরে
ভ্রান্ত মায়ার মন্ত্রে না কেউ পড়ে।
অবুঝ দামাল যায় উড়িয়ে ধুলো
পথের বাঁকে ছড়িয়ে আধাঁর কালো।
কথায় কথায় জ্বালিয়ে আগুন
আনতে পারে কেউ কী ফাগুন ?
মূর্খতার ঐ লাগাম টেনে ধরো
জ্ঞান তিয়াসায়, ভালবাসায়
সভ্য মোদের করো ।
আয়রে প্রবীণ আয়রে আমার পাকা
তোমার পানে অধীর মনে
পথ চেয়ে আজ থাকা ।