আমি আপনার গান গাই
আত্ম প্রকাশে মুক্ত আকাশে
আপন ঝাণ্ডা উড়াই
আপনার মাঝে তোমাদের রূপ
তদ্রূপ(নিজের মতো) খুঁজে পাই।
আমি আপনাকে শুধু জানি
আত্ম বিবেক অহম্ মরমে( আবেগ, বুদ্ধি, বিবেচনা দিয়ে)
তোমাদের মত(মতামত) মানি,
আমি একেলা হলেও ভাবি না কখনও
নিঃসঙ্গ একেলা--
বিশ্ব প্রাণের শাশ্বত লহরি
আমাতে করিছে খেলা।
আমি কুর্ণিশ করি নিজেকে
যেটুকু আছে আপনার মাঝে
তাই দিয়ে আঁকি তোমাকে।( আমার ক্ষমতার বাইরে তোমাকে judge কতে পারি না)
আমি আছি তাই তব পরিচয়
তাই তব প্রয়োজন
আমা হতে সব করে কলরব
তবু কার পানে চেয়ে রই ?