মদ্যপ হয়ে গভীর রাত্তিরে
হারিয়ে যাবো হাজার বছরের পুরনো শহরে
পাগল হয়ে নয়,
রং মেখে সং সেজে হবো সুস্থ মানুষ।

দিনের আলোয় থাকা প্রাণী গুলো
চায় না মানুষ, চায় না পাগল,
তারা কিংকর্তব্যবিমূঢ়।
তারা শুধু দেখে আর শিখে
চিনে না কিছুই।
এই শহর মানুষের নয়, নয় পাগলের
কিছু অদ্ভুত প্রাণীর দখলে।

দিন শেষে সবাই ফিরে
নিজেদের খোঁয়াড়ে।
কিছু পাগল বসে থাকে
ল্যাম্পপোস্টের নিচে, সারা রাত।
সব গৃহই খোঁয়াড়, সব খোঁয়াড় গৃহ নয়।
এই শহরে সবাই খোঁয়াড়ে থাকে না,
পাগল হলে তো কথাই নেই।

তর্ক করতে চাই না
দিনে পাগল রাতে সুস্থ মানুষের রুপে
বেঁচে থাকতে চাই।
প্রতিটি পাগলই মানুষ,
সব মানুষ পাগল হয় না।
তাদেরকে গারদে নয়, আস্তাকুড়ে নয়,
খুঁজে পাওয়া যাবে মানুষের ভিরে
সিভিল সোসাইটিতে।

আমিও পাগলদের কাতারে এসেছি
ঘর বানাবো বলে কিছু
স্বপ্ন কুড়িয়েছি, দেড় বস্তা।
আরো এক বস্তা সংগ্রহ হলে
শুরু করবো পৃথিবী ভ্রমণ।
পৃথিবী কি খুব বড়?
আমার মস্তিষ্কে বিশ্ব ব্রহ্মাণ্ড।

গত পরশু আমার পাগলিকে দিয়েছিলাম
সন্ধ্যা তারার ফুল,
ও তাতেই খুশি।
বোকা মেয়েটা জানে না
আমার কাছে আছে এক প্রস্থ
ভালোবাসা।