একবার বিশাল জনসমুদ্রে
তোড়া-ফেস্টুন সজ্জিত উন্মুক্ত মঞ্চে
দাঁড়িয়ে বলেছিলাম,
"আই ডোন্ট কেয়ার
গো টু হেল"
কয়েকশ জোড়া সুশীল চোখ
তাকিয়ে ছিলো আড়চোখে,
বাকি সবাই ড্যাবড্যাব করে।
এক মুরুব্বী কানে কানে বললো
তোমাকে দিয়ে কিচ্ছু হবে না,
তুমি গোল্লায় গেছে।
সেদিন থেকে জানতে পারলাম,
নতুন করে শিখতে পারলাম
গণতন্ত্রের মানে।
ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, হত্যা জায়েজ
আর সমালোচনা ফরজে আইন।