বহু দিনের প্রেম
'ত' বর্গীয় বর্ণের সাথে।
না না সবার সাথে না,
শুধুমাত্র 'দ' এর সাথে।
খুব আদর করে ডাকি
হাঁটুভাঙ্গা 'দ'।
ওর আদরের বোন 'ধ'
খুব আদর করে ওকে,
একদম মেয়ের মত করে।
'ধ' এর একটাই নেশা
শুধু পড়াশোনা আর পড়াশোনা।
একগাদা বই-খাতা নিয়ে
স্কুলে যায় মেয়েটা।
'ত' বর্গীয় না হলেও
'দ' এর মা 'ষ'।
বিয়ের আগে ভদ্রমহিলা
দেখতে শুনতে বেশ ছিলো,
তখন সে ছিলো 'য'।
প্রথম কন্যা সন্তান ভূমিষ্ঠ করে
ভদ্রমহিলা হয়ে গেলো 'ষ'।
পুরো সংসারটিকে আগলে রাখে,
এখনো রাখছে।
ব্যঞ্জনবর্ণ নিয়ে দিনকাল
বেশ ভালোই যাচ্ছিলো।
হঠাৎ করে এসে হাজির 'ঋ',
এই ভদ্রলোক 'দ' এর পিতা।
আমি রীতিমতো টাস্কি, কেমনে সম্ভব।
এই ভদ্রলোকের মিল নেই কারো সাথে,
মিলার কথাও না।
স্বরবর্ণ পরিবারে জন্ম হয়েও,
কেউ সহ্য করতে পারে না।
না করার কারন আছে হাজার খানেক,
বলতে গেলে ভদ্রলোক রেগে যায়।
আমি বুঝি ওনার অনেক দায়িত্ব,
বয়স হয়েছে অনেক।
সুগার লেভেলটা সব সময় এক থাকে না,
সবার ভালোবাসাও সব সময় প্রকাশ পায় না।