মৃত্যের সংখ্যা হাজার ছাড়িয়েছে
আজকের শিরোনাম এটি,
মোরা করি না এসবের তোয়াক্কা
মোদের ঈমান অনেক খাঁটি।
আকাশে পাতালে কোথাও খুঁজে
পাবেনা রোগের পথ্য,
নিজের হাতেই নিজের সমাধান
এটাই সঠিক তথ্য।
বলতে পারো কার ঈমান খাঁটি?
যেথায় বিশ্বাস সেথায় ঈমান,
হোক বেইমান, করুক অপমান,
বাপের জন্মে ঈমান পেয়েছি
এতেই খুশি, হেঁসে কুটিকুটি।
ধর্ম গুরুদের একটাই কাজ
বসে বসে শোনায় জীবনের বানী
ও বানীতে কাজ হয় না, পেট ভরে না
নিজের কর্ম নিজের ধর্ম
আমি এটাই জানি।
সময় হলে বুঝা যায়
কে গুরু কে শিষ্য,
নিজেদের কাজে সবাই অবিমৃশ্য।
থাক না এসব বাজে কথা
সবাই এখন খোঁয়াড়ে বন্দী,
তোদের জন্য একটাই চাওয়া
তোরা মানুষ হ নচেৎ পাগল হ
বাদ দিয়ে এসব ফন্দী।