হয়তো কোন একদিন হারিয়ে যাবে,
আবার দেখা হবে বছর কুড়ি পরে।
চিনতে পারবে তো আমায়, নাকি ভুলে যাবে।
হয়তো চিনতে পারবে,
ভুলে যাওয়ার কোন অবকাশ
আছে বলে মনে হয় না।
কারন তোমার মত এতোটা ভালো,
আগে কেউ কখনো বাসেনি।
তোমার সাথে যেদিন দেখা হবে
সেদিন কি বৃষ্টি হবে, নাকি ঝলমলে রোদ থাকবে।
আবহাওয়ার খবর যাই থাকুক
মনে করে তোমার ব্যাগে ছাতাটা নিয়ে এসো কিন্তু।
তুমি তো জানো,
গরমে আমার একটু সমস্যা হয়।
যদি বৃষ্টি হয় ক্ষতি নেই,
তোমার অধরের বৃষ্টির ফোঁটা
অনেক দিন স্পর্শ করি না।
তোমার ভেজা চুল আর
মন ভোলানো হাসি আমার জন্য যথেষ্ট।
বর্ষার প্রথম কদম ফুল হাতে
ঐ চৌরাস্তার মোড়ে,
আজও দাড়িয়ে থাকি।
সময় যায় কিন্তু সেই তুমি আর আসো না।
আশায় থাকি হয়তো একদিন আসবে,
পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে তুমি আসবে।
তোমাকে যে আসতেই হবে,
কারন তোমার মত এতোটা ভালো,
আগে কেউ কখনো বাসেনি।
তোমার ভালোবাসা এখনো আমাকে
মৃত্যু কূপ থেকে ফিরিয়ে নিয়ে আসে।
সেটা আমি জানি আর জানে,
যিনি তোমাকেও সৃষ্টি করেছেন।
এখনো নিউ মার্কেট, নীলক্ষেত, চাঁদনী চক
আগের মতই আছে।
আমি আর আমাদের ভালোবাসাও
আছে আগের মতই।
কিন্তু তারপরও কি যেন নেই,
বদলে গেছে, অনেকটা বদলে গেছে।
চোখ খুললেই সব পরিবর্তন দেখি
কিন্তু কি জানো,
আমি বোধহয় কুড়ি বছর
আগের সেই আমিই রয়ে গেছি।
এখন অনেক কিছু মানিয়ে নিতে শিখেছি,
গরমে আর আগের মত ছটফট করি না।
কেউ দুঃখ দিলেও আর রাগ হয় না।
তোমার মত আমিও এখন
জেনেভা কনভেনশনের চুক্তি ভঙ্গ করি না।
মা খুব অস্থির হয়ে গেছে
আমার বিয়ে নিয়ে তার ঘুম হারাম।
এ যাবত যত গুলো পাত্রী দেখেছে,
হিসেব করতে গেলে
অনায়াসে কয়েক দিস্তা কাগজ লাগবে।
আমার অবশ্য একটাও পছন্দ হয়নি,
হবে কি করে, পাত্রী পক্ষের অনেক ডিমান্ড।
মাসে যা মাইনে পাই,
তাতে নিজেই চলতে পারি না।
তাদের চাহিদা পূরণ করতে গেলে
শেষে বাপ-দাদার ভিটে বিক্রি করতে হবে।
একা আছি বেশ আছি
এখনো নিজের চা নিজেই বানিয়ে খেতে পারি।
যেদিন মনে হবে
আমার আর একা থাকা সম্ভব নয়,
সেদিন সাতসমুদ্র তের নদী
সাঁতরে হলেও তোমার কাছে চলে আসবো।
তুমি সাহস দিয়ে বলেছিলে,
তুমি পারবে।
কিন্তু আজও পেরে উঠিনি।
কি করে পারবো, আমি যে এখন একা।
একা একা পূর্ণিমা দেখা,
বসন্তের নতুন কুঁড়ি দেখা,
বসে বসে সূর্যাস্ত দেখা,
এমনকি একা একা বৃষ্টিতে ভেজাও
অভ্যাস হয়ে গেছে।
সব কিছুর পরেও
ভালোবাসাটাই সত্য।
ভালোবাসার জন্য অপেক্ষা,
ভালোবাসার জন্য ত্যাগ,
ভালোবাসার জন্য যুদ্ধ।
হয়তো একদিন এই ভালোবাসা নিয়ে
তুমি ফিরে আসবেই।
তোমাকে যে ফিরে আসতেই হবে।
কারন তোমার মত এতোটা ভালো,
আগে কেউ কখনো বাসেনি।
হয়তো তোমার সাথে আবার দেখা হবে,
দেখা হবে বছর কুড়ি পরে।
বৃষ্টিতে অথবা ঝলমলে রোদে।
আবার তোমার সাথে দেখা হবে,
নভেম্বরের ২ তারিখে।