পেখম মেলে মনটা'র উড়ে যাওয়া
নীল আকাশের মেঘে ভেসে জুড়ে যাওয়া
ভাবতে কেমন লাগে রে !
স্বপ্ন শত জাগে রে-
মনে স্বপ্ন শত জাগে রে।
সাত আসমানের মালিকের
যার উপর ছায়া
তার অজানা পরিকল্পে
লুকিয়ে কিসের মায়া!
নিজ অজান্তে ছুটে চলে রে
জীবন চলে তার ছলে রে!
জীবন চলে তার ছলে রে-
পুতুল মোরা সুতোর টানে রে-
সকলে পুতুল মোরা
সুতোর টানে রে।
শিখেছি আমি মেঘের কাছে
খোলা মনে ভাবতে
প্রকৃতি শিখিয়েছে
নিজকে ভুলে থাকতে-
চোখে আমি এঁকেছি যে
হাজার তারার মেলা
বিদ্যুতের চমকে সেথায়
অনুভূতির খেলা!
পেখম চায় তাই মনটা যে রে
ভাবতে কেমন লাগে রে!
আসছে ঝড়ে ভয় করে থামতে যে মানা
যেতে হবে বহুদূরে ছাড়িয়ে সীমানা-
স্মৃতিতে তো র'য়ে আমার ভাবধারা
করে যাবো এমন কিছু ভবে রে
বেঁচে র'বো মনে রে-
শত স্বপ্নের সনে রে।
ভাগ্য আমায় যেন ডাকে রে-
ভাবতে কেমন লাগেরে!
পেখম মেলে আকাশে ঊড়ে যাওয়া
মেঘে মেঘে তারায় জুড়ে যাওয়া-
ভাবতে কেমন লাগে রে,
মনে শত স্বপ্ন জাগে রে!
#স্বপ্নডানা