আঘাত নয় প্রত্যাখ্যান
এমন হ'য়ে বাজুক মনে
দিক মনকে
নতুন করে শান
কালকেতু নয় না হয়ে ফুল্লরা
নাহলে অর্জুন
হলে না হয় কর্ণা
রণক্ষেত্রে হারলে না হয়
হারালে বড়জোর জীবনখানা
কিন্তু ইতিহাস জানবে
কর্তব্য ছাড়োনি
ছাড়োনি বন্ধুর হাত খানা
কলিকালে স্বার্থে সন্ধি
স্বার্থে থাকবে দেনা পাওনা
ত্যাগে না হয় পেলে যাতনা
মোহ থেকে তো বাঁচবে
ভাঙবে ভুল ভাঙবে শত মন গড়া
আসুক কষ্ট ঝঞ্ঝা বেগে
হার মানা কি দায়
কোন কালে তো চিনবে মহাকাল
চুমিবে তোমার রণক্লান্ত পা'য়