জীবন যেখানে যেমন
গল্প মেলেনা তেমন
কখনো রূপকথার রাজা-রানি
শুরু পথচলার কাহিনী
কখনো হুট করে থেমে যাওয়া
প্রহসনের হানাহানি
তবু  কলম থাকে না থেমে
গায় জীবন এর জয়গান
হয়তো আজ মন খারাপ
তাই বলে কাল কি রবে ম্লান?
না,না,না
যে যেমন চায় বলুক
বলুক মন্দ কথা শত
যদি থাকতো না তোমার কিছু
তা হলে লইতো না তোমার পিছু
তাই গীটারের তার ছিড়ুক
হোক বুলেট বিদ্ধ মন
কেউ নাই-বা রইলো সাথে
হলে নিছক নিস্প্রভ  প্রয়োজন।
আজ আপন আলোয় মাতো
খুঁজে নিজের স্বাধীনতা
মনের শেকল ছিড়ে
গাও নিজের কথকতা