নারী তার পরিচয় কি আমি জানি?
আমার চোখে সে সুন্দরী তমা
রূপসী- অপ্সরী
না
তার থেকেও একটু বেশি
সে অসামান্য সুন্দরী
আর সে যখন পড়ে শাড়ী
রচিতে আমিও পারি মহাকাব্য
হয়তো ইলিয়াড নয়
তবে তার জন্য আমার মনেও তো চলে
ট্রয়ের যুদ্ধ
নারী তাকে দেখে আমি মুগ্ধ
লোকে বলে এ তোমার নিছক কামনা
তুমি তো যাকে দেখো তাকেই বলো
সুন্দরী
এ অলিক ছলনা
সত্যি বলতে আমি কথাই বলি
হাতের আঙুল গুনে সম্পর্ক গড়ি
১ এর মাঝে ২ ২ এর মাঝে এক
আমি তুমি সে নাহয় অন্য কেউ
আমি পড়ি বাদ
লোকে বলে ফ্লার্ট
তা-তো তোমার কাছে আর্ট
আমি হাসি বলি মনের অলিন্দে
গিয়েছো কি তুমি
যে চিনো আমায়
চেনাও মনের ধাত
নারী আমি তোমাকে ভালোবাসি
বলি দ্বিধা চিত্ত স্বরে
কারণ
আমি মানি আমি তো নেই
তোমার মনের অগোচরে
তবু আমি ভালোবাসি
ভালোবাসার আছে হাজার রকম রঙ
ভালোবাসি তাই তো আকাশ দেখি
সেই আকাশের মেঘে তারায় রোদ্দুর ঝড়ে
লিখি তোমার নাম
হ্যা বা না তাতে কমবে না
বিন্দুমাত্র প্রেম
প্রেম তো আকর্ষণ
আমি যে ভালোবাসি মুহূর্ত
নারী আমি ভালবাসবো
তোমায় আমার মনের মিটিয়ে আশ
চাই যেথায় থাকো তুমি
হোক যত দুরে ই বাস