জলের অঙ্ক জলের গান,
তাপ তরঙ্গ হারায় প্রাণ।
ভিজে চোখে উদাস সুর-
মনের কথা হারায় দূর।
মিছে ব্যথা মিছে সাধ,
ঝরা পাতায় আজ বিষাদ।
মেঘের অশ্রু আজ গোপন-
গাইবে না সে বাদল গান,
বাতাস পানে আজ জেগেছে,
তাহার শত অভিমান।
আকাশের আজ নয়কো দিন
মনে মন খারাপের সুর
বাতাস তখন অন্য কারও
প্রেমেতে মশগুল-
হায় মশগুল!
শুরুতে যে ভুল-
ধুলোর আঁচে হৃদয়
আজ ধূসর সাজে-
নামগুলো হারায় আজ
স্মৃতির পাতার ভাঁজে।
মরে যাওয়া প্রেম সে
মাটি চাপা পড়ে-
স্বপ্ন যা বুনেছিলো,
ঝরঝর ঝরে।
আকাশ ভাবে তাহার প্রেমে
পড়া নিছক ছল,
মেঘবালিকার মনের কোণে
লুকিয়ে "বাতাস" বল!
তোর আছে কেবল জল
শুধুই জল
জল টলমল
তোর আছে শুধুই জল।