একটি নির্ঘুম রাত ও
একটি মায়াবী সকালের গল্প
ভাবছো তুমি হয়তো খানিক হাসছো তুমি
সকাল সে আবার মায়াবী হয় নাকি?
মায়াবী তো হয় রাত
ঝিলমিল তারা সাথে থাকে রুপালী চাঁদ
আমি বলি চাইলে সকাল টাও মায়াবী হয়
যাও না ছাদে বা এক চিলতে বারান্দার ছোট্ট কোণে
কোন নির্জন দুপুর নয় আজকের সকালটাই ধরো
কি সুন্দর বাতাস দেখো ছুঁয়ে যায় তোমায় আলতো করে
ভুলে যাও নিজেকে
ভুলে যাও কি চেয়েছো
কি পেয়েছো
কি পাওনি ভুলে
ভুলে যাও প্রতিদিনের শত ভুল যে তোমার
বাতাসের স্নিগ্ধতায় হোক দিন নতুন গল্প বলার
আমার সকালেরও আজ এক গল্প ছিলো
অপেক্ষা রাত্রি প্রহর ঘুম হয়নি কোন
গল্পের শেষ হয়নি মনের মত
তাই বলে কি ভাববো না  নতুন গল্প কোন?
ধূলি ধুসর স্মৃতি সময় যে বালুকণা
আঙুলের ফাঁক গলে হারায়
তাকে ধরতে চাওয়া ভুল কামনা
বাঁচো আপন মনের ঘূর্ণিপাকে
সময় সে তো র‍য় না থেমে
চলে আপন বাঁকে
হারিয়েছো যা হারিয়ে ফেলো
যাও না ভুলে
যা হবার নয় তা যাক হারিয়ে অস্তাচলে।