এসেছো জীবনে এমন
যেন স্বপ্ন এক সত্যি হওয়া
আজ শুধু স্মৃতির মেলায়
হারিয়েছি যা ছিল পাওয়া

প্রশ্ন করি মনকে
দূর কেন রই আজকে
যেতে যেতে এতোটুকুই যে বলার

হৃদয়ে নাম লেখা তোমার
ঠোঁটে তে নাম যে তোমারি
তুমি নাহয় হলে আমার
তবুও আমি যে তোমারি ।।

তোকে নিজের বলে
আমি ভেবেছিলাম যেদিন
ভুলেও ভাবিনি মন
ভাঙবে যে কোনদিন
আমি যে তোর নামে লিখেছিলাম
জীবন এ আমারি
ভাগ্যের খেলায় হেরে
আজ নেই কেউ কারোরই

প্রশ্ন করি মনকে
আর কি বলি তোকে
যা শুনে তুই হবি যে
আমার

হৃদয়ে নাম লেখা তোমার
ঠোঁটেতে নাম যে তোমারি
আমি না হয় হলাম তোমার
তুমি রবে যে আমারি ।।

যেদিন আমি ভুলে যাব তোকে
সেদিন বাঁচা হবে বৃথা
এমন দিনেও যদি না বুঝিস
তুই তোর মনের কথা
হবে যে পস্তানো বৃথা
জানবে না কেউ কারও কথা

আসবি যে তুই একদিন
হাঁটবি সেই পথে
যা ছিলো তোর-আমারচেনা
হৃদয়ে নিঃশ্বাসে
এই প্রাণের বিশ্বাসে
অপেক্ষা তোরই যে ফেরার

হৃদয়ে নাম লেখা তোমার
ঠোঁটেতে নাম যে তোমারি
তুমি নাহয় হলে আমার
তবুও আমি যে তোমারি ।।