সাদামাটা মুঠো কাব্য
সাথে অবাক অভিমান
তারারাও আজ নিস্তব্ধ
শোনেনি রুপোলী চাঁদের গান
নিন্দুকেরা আজ ধর্মে হাদিসে তুলিবে ঝড়
শিল্প- সংস্কৃতি- ভালোবাসার
মিথস্ক্রিয়া বড় পর
কেন ভাই শিক্ষা চেতনা ধর্মে
চলে এত বাদানুবাদ
আপন আলোয় ভিন্ন চিত্রে
করা কি যায়না মুক্তমনের পাঠ?
আমার কাছে সবই
সীমান্তের কাঁটাতার
সবাই যেথায় নিত্য চাপায়
বিধি নিষেধের ভার
আমি বসন্ত ভালোবাসি
ভালোবাসি কৃষ্ণচূড়া ফুল
আমি যুগলের ভালোবাসায়
হই মুগ্ধতায় মশগুল
আমার কাছে উৎসব শুধু উদযাপনের নাম
বিভেদ ভুলতে রাজি
আমি মানুষ সর্বধাম