কোন একদিন রাত্রি শেষে
ঘুম ভাঙবে নির্বিশেষে
দায় রবে না ক্লান্ত হবো না
জাগবো আমি হেসে হেসে
মনের জমা দ্বন্দ্ব যত
উপার্জনের পন্থা শত
ঘুমহীন শত রাত্রি নিশীথ
ছুটি পাবে নিজের মত
সাথী হারা কোন ভোরের শিশির
জমবে একা চোখের কোণে
কালো সাদায় ঐ কেশ সে আমার
লুটাবে সবই ধূলায় এসে
তখন ওকি এমন তরো
স্বপ্ন দেখবো খোলা চোখে
লিখবো আমি আমার মত
বাদবে না সাধ কোন লোকে
অফিস শেষে ফোনের পাশে
অপেক্ষা রবে তোমার আশে
ফিস ফিসিয়ে বলবো কথা
বারান্দার ঐ কার্নিশে
নাহ! সে রাস্তা অনেক আগেই
বন্ধ ছিল বন্ধ রবে
ক্লান্ত আমার চোখের পাতা
শব্দ জালের তান শোনাবে
কখনো শবর বিবর খুঁজে
কখনো তীরে লুটিয়ে পড়ে
আঁধার রাতের গভীর মায়ায়
চন্দ্রাহত হারায়-
নীল নির্জনে