এক মুঠো রোদ্দুর আর খর উষ্ণ তাপ
চাঁদের স্নিগ্ধতা হারিয়েছে প্রকৃতির আলাপ
ভালোবাসার দিঘীর সব শুকাইয়াছে কূল
কৃষকেরা ছানিছে ফসলের নামে ধূল
এমন তরো গ্রামটিতে আজ পাড়ি দিয়াছি আমি
গেরুয়া বসন খানি মোর সবচাইতে দামী
ছাড়িয়াছি নগর বন্দর কেতাদুরস্ত শহর
ফেলেছি ছুঁড়ে গায়ে মাখা শত স্বার্থের বহর
মুক্তির তরে ফেলিয়াছি চরণ গাহিব কণ্ঠ খুলে
দূর দ্বীপবাসিনীর মনের আগল উঠুক না হয় দুলে
বলিবো তাকে প্রেম তাপসী তোমায় পাবার ছলে
ফেলিনি কো শ্বাস ছুটিয়া আসিয়াছি আপন আমায় ভুলে
ভালোবাসি তব কহিয়াছি আমি ফিরিয়াছি শতেক বার
দ্বার খুলোনি ! তাতে কি-
মন মানেনি তো কভূ হার
আমার লেখার পরতে পরতে
নামটি তোমার মিশে
তুমি না বাসো বয়েই গেলো
আমি ভালবাসিবো ফিরে ফিরে