চেহারা তে তার-ই নিজেকে আমি খুঁজি
সকাল সন্ধ্যে আনমনে রোজ-ই
চোখেরই উষ্ণতায় মিশে আছে সীমানায়
যে স্বপ্ন আজ নিজেই ঠিকানা হারায়-
এই বসন্তকালে
সব ভীতির আড়ালে
তোমায় দেখতে পেলে
মনের আহবানে
এই দেখার যে নেশা
তোমার সাথে মেশা
মনে মনে বুনি
এই রূপকথার শেষটা-
যখন কথা বলি পথে নিজের চলি
তো মিলে বাঁচার আশ্বাস
আমি দিশেহারা খুঁজি যে ঠিকানা
পাবো কি খুঁজে
আছে কি বিশ্বাস!
নেই কোন তুলনা মিছে চাওয়ার যাতনা
পরিচয়ে বছরের পর বছর যায় চলে-
দূরত্ব নীরবে যায় বেড়ে
কথা হয় না দেখা হয় না কাজের ভিড়ে
শতেক বাহানা আগে পিছে অন্তরে
এই ঋতুর পালাবদল মনের এমন অদল বদল
এই আশ্রয় খুঁজে ফেরা মিছে পথে হেলা
এই অবাক লূকোচুরি জেনে শূনে ঢুঁড়ে মরি
জানি মিলবে না কোনদিন মিছে জোরাজুরি
বাতাসের কাছে শুধাই আমার মনের ঠিকানা
কেউ আসুক নিছক অগোচরে
এই মন উড়ে বেড়ায় অতিথি পাখির ন্যায়
কেউ বাঁধুক বাহুডোরে
খালি এতোটুকুই চাওয়া
তাকে যে খুঁজে পাওয়া-
পেয়ে না হারাই স্বার্থ হেনে
এই বসন্তকালে
সব ভীতির আড়ালে
তোমায় দেখতে পেলে
মনের আহবানে
এই দেখার যে নেশা
তোমার সাথে মেশা
মনে মনে বুনি
আমি রূপকথার শেষটা-