আজকাল খুব কম লিখি
বলি তার ও কম
আজকাল আমি দিনা জবাব
হই না বেসরম
আজকাল আমি পথের নূড়ি
যে সে লাথি হানে
আজকাল আমি নিজেই হাসি
অবাক আহবানে
হানাহানি আর খরার মাঝে
আমার হৃদয় হাসে
নিজেই বলে নিজের কথা
মনের অই আবাসে
সম্পর্ক সব শীতল অতি
উস্কে দেবার নাম
এসব নিয়ে ভেবে আমি
হারবো জগৎ ধাম
না আহলে হাদীস আর মানি না
না শুনি মুনির মত
বিশ্বাস সেতো কেউ করে না
একলা মনোরথ