তোমার একাকীত্ব কখনো কখনো
তোমার জন্য আশীর্বাদ।
প্রিয়জনের স্পর্শে থেকে ও
সবসময় একাকীত্ব উতরানো যায় না।
কখনো কখনো একাকীত্বকে আহবান করতে হয়।
নিজের জন্য, নিজেকে চেনার জন্য!
নিজেকে জানার জন্য কখনো কখনো
একটু একা হতে হয়।
চাঁদ একা হাজার তারার মাঝে,
সূর্য একা লক্ষ তারার মাঝে,
তাতে কি, আলো দিতে ভুলে গেছে
কখনো তারা?
নিজের লক্ষ্যকে সঙ্গী করে দেখো,
নিজের কাজকে বিনোদন ভেবে দেখো,
দেখবে, তুমি একা নও!
ব্যর্থ হলে কখনো কখনো
পথ বদলে নিতে হয়।
সবার মাঝে থেকেও যখন
তুমি হতাশা নিবারণ করতে ব্যর্থ
তখন নিজেকে একবার বদলে নাও!
নিজের লক্ষ্য স্থির করে
তাকে সঙ্গী বানাও,
দেখবে, তুমি একা নও,
তুমি ব্যর্থ নও।।