একটা অনাড়ম্বর জীবন নিয়ে
হেঁটে চলেছি
পূর্ব হতে পশ্চিমে,
দায় আছে তাই হয়তো নুয়ে পড়িনি এখনও,
কিছুটা ক্লান্তি কপোল জুড়ে,
দুর্নিবার মায়া স্রোতে আমার দু চোখ উন্মুখ!
সবুজের সাথে পুনর্জন্ম আমার
নীলাম্বরীর রঙ মেখে হাঁটি পথ
কৈশোরের উদ্যমে,
অনেক বসন্ত করেছি পার,
সূর্য মধ্য গগনে,
তারার সাথে বহুরাত জেগে
প্রেমের অতলান্তে
কুড়িয়েছি বিরহের নুড়ি!
অসমভাবনার বাতিগুলো গেছে নিভে,
আড়ি পেতে কতগুলো সন্ধানী চোখ!
রাতের প্রহরা এড়িয়ে হেঁটে চলি
কোন এক নিঝুম রাতে
শুকতারার লন্ঠন হাতে আমি
অনাহুত রাত্রি চর,
যেখানে প্রতিটা পল আমাকে জীবন্ত করে,
মুক্তি দেয়
সহস্র অভিযোগ কেড়ে,
আলোর কৈফিয়ত বুঝি থাকে না সেভাবে
তাই রাত্রি পেরিয়ে দিনের পথে
এগিয়ে চলি
বাসনা তৃপ্ত এক নৈঃশব্দের
অজানা ইঙ্গিতে,
যেখানে এক পারাবার বিচ্ছেদ নিয়ে
যাত্রা শুরু অভিমানের বসন খুলে,
আর বার ফিরে আসা কোনো এক সহচর,
কায়া হীন নীরবতার অবগাহনে!