আমি কখনোই এই তোমাকে খুঁজিনি;
খুঁজেছি
অন্য এক তোমাকে--
অদৃশ্য মনি মুক্তার নিষ্প্রভ আলোক ছটা
ঠিক রংধনুর মত;

কেউ সুপ্ত,
কেউ উজ্জ্বল অথচ রঙিন
কাঁচা কাঁচা রংয়ের!
অনভিপ্রেত ইশারায়
যার কিনারে ও রঙের অদৃশ্য উপস্থিতির
এক বুক প্রত্যাশা;

অথচ ওই দূরে যত দূরে
এ নয়ন মেলি –
মেঘের অরিন্দম অবয়বে
তৃষা হরা বিস্তারে–

আমি খুঁজি সেই তোমাকেই!!