আমি তো আগের মতই
তেমনি, নিরব কান্না বুকে
হেঁটে যাই পথ;
ধূসরতা মাড়িয়ে ছিন্নপত্রের নুয়ে পড়া
দেরাজ বুকে!
যত ইচ্ছের বেগতে
ভরা নদী, রংহীন অশ্রুর
অস্পষ্ট ফসিল–
দৃষ্টির বাইরে;
বুকে জমা উথাল সাগরের লোনা রাশি।
আনমনা ক্ষণে– চুমুকে ভিজাই ঠোঁট
অস্পষ্ট প্রিয় নামে,
রুগ্ন হয়ে পড়ে দৃষ্টির গভীরতা,
পায়ের নিচে বন্ধুর মাটি
কাঁটা বেছায় অভিমানে!
অথচ বর্ণহীন চাওয়ারা পাখা ঝাপটায়
নৈরাশ্যের দোরগোড়ায় এসে;
প্রতিবিম্বিত হয় উপেক্ষার অর্ধমৃত আলোকরশ্মি
নিতান্ত আলবেলে একাকিত্ব নিয়ে!
অথচ তুমি নেই কোনোখানে,
তবু সমস্ত রক্তের কণায় যেন
অলঙ্ঘ্য উপস্থিতি কার;
নরম ঘাসের বিছানায় আলুথালু সমর্পনে।।