এগোতে চাও? স্থির করো গন্তব্য,
পৌঁছে যাও উর্ধ্বশ্বাসে সেখানেই,
তারপর আরো এগোতে চাও?
আবারও গন্তব্য স্থির করো, আবারও
যাত্রা শুরু কর দ্বিতীয় ধাপে–
সেখানে পৌঁছে আবারও সামনে!
এগোনোর গন্তব্য স্থির করো এবং
পিছনের জয়োচ্ছাস ভুলে এগিয়ে যাও–
যত দূর সম্ভব সম্মুখে! আরো সম্মুখে!
কি পেলে ভেবো না, শুধু পিছনে
হটতে ভুলে যাও, তোমার গন্তব্য
ধরে নাও এখন সামনে এগোনোর;
এগিয়ে চলো– ভয় নয়, সংকোচ নয়,
জেতার জন্যও নয়, কেবল লক্ষ্য পূরণের
উদ্দেশ্যে এগিয়ে চলো নতুন পথে,
অনেক রাস্তা, অনেক অজানার সঙ্গী করে
তোমার প্রজ্ঞা তুমি পৌঁছে যাবে
তোমার অভিষ্ঠে! শুধু আত্মবিশ্বাস
আর ইচ্ছাশক্তি নিয়ে তুমি হাঁটো;
প্রয়োজনে দৌড়াও আরো জোরে!
নির্দিষ্ট অভিসন্ধি আর স্বপ্ন নিয়ে
তুমি ঠিক পৌঁছবে তোমার লক্ষ্যে–
শুধু বয়সটাকে কৈশোরে দাঁড় করিয়ে
এগিয়ে যাও–ক্লান্ত হবে না কখনো;
নিশ্চিত সফলতা অবশ্যই অপেক্ষা করছে
সিঁড়ির সব ধাপ পেরিয়ে সবশেষ ধাপে।।