নতুন করে ভাবছি তোমাকে নিয়ে,
ভালোবাসার ফুলে ভরে উঠুক বাগিচা,
পথের ধুলায় শয্যা পেতেছি
শুধু স্বপ্ন হয়ে ধরা দিওনা।
দূরত্ব নিয়েই তো আমার বসবাস --
বহু যুগ করেছি
স্বপ্নকে ছুঁয়ে থেকে!
অমর প্রেমের গল্প লিখতে যেয়ে
প্রেমের সমাধি দিওনা!
আমাকে ভালো রাখতে যেয়ে
নিজেকে বিষন্নতায় ডুবিয়ে
আর যাইহোক ভালো থাকা যায়না,
যন্ত্রনাটা আমার হৃদয়ে গেঁথে না হয়
নিজেকে ভালো রাখো
আর গল্পের শেষে আমাকে রেখো তোমার বুকে,
মৃত্যু লিখে আমাকে পারু ডেকো না,
তুমি অন্য দেবদাস হয়ে
প্রেমের কাঁটার বিয়োগান্তক রেখো....
,,,,,, পারু ,,,,